Posts

Showing posts from January, 2018

যে কোন মেয়েকে ১৫ দিন এর ভিতরে আপনার প্রেমে ফেলুন/Motivational Video

Image
আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের দেশে মেয়েরা ছেলেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে আসে না। তাই বলে এটা ভাবা উচিত হবে না যে তাদের কথা বলতে ইচ্ছা করে না।   তারা যে আগ বাড়িয়ে কথা শুরু করতে পারে না এই তাদের নিকট অধিক পীড়াদায়ক একটা ছেলে থেকে। মেয়েরা মনে করে আপনি যদি পুরুষ হন এবং সৎসাহস থাকে কথা বলার তাহলে আমার সাথে কথা বলুন। তাহলে মেয়েরা কি সিগন্যাল দিয়ে থাকে যদি সে কথা বলতে চায়। এটা অনেক পুরুষই হয়ত জানেন না কি সেই সংকেত   এটাই সেই গোপন ব্যাপার! কি সেই সংকেত! যে মেয়েটি আপনার সাথে কথা বলতে আগ্রহী এবং কোন সময় সেটা। যদি আপনি একটা সংকেত পেয়ে যান তাহলে আপনি শুরু করতে পারেন সেই সময়। আসুন দেখি কি সেই সংকেত কখন সেই মুহুর্ত। মনে রাখবেন পুরুষের শরীরের একটা অংগই অধিকাংশ মেয়েদের মন লিকুইড (melt )করে। কি সেটা? আপনি যা ভাবছেন সেটা নয়। এটা আপনার চোখ। অতএব আপনাকে প্রথম পদক্ষেপ হিসাবে খুব ভাল মানের শক্তিশালী একটা আই কন্টাক্ট করতে হবে। এটা কোন ব্যাপারই না আপনি দেখতে ভাল কি খারাপ। যদি আপনার ভাল, শক্ত সুদৃড় একটি দৃষ্টি, একটি আই কন্টাক্টই মেয়েটিকে নাড়া দিতে সক্ষম হবেন। অধিকাংশ পুরুষই এই যায়গায় ...

মেয়েদের মন জয়ের ২০ উপায়

মেয়েদের মন জয়ের ২০ উপায় অনেকের জীবনে সাধনার বিষয় নারী। ভালোবাসার নারীকে না পেয়ে অনেক পুরুষ আত্মহত্যা করেছেন। কেউবা নারীদের প্রতি আসক্ত হয়ে সুন্দর জীবনটাকেই ধ্বংস করে দিয়েছেন। এমন অনেক ঘটনা ঘটে। দেখা যায়, কোন পুরুষ  সারাদিন হয়তো প্রিয়তমার কথা ভেবে আবেগের বসে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই নারী কি ঐ  ছেলেটিকে নিয়ে এক মুহূর্তও চিন্তা করে?। নারীদের মন জয় করার জন্য একদল গবেষক বিশটি উপায় খুজে বের করেছেন। আসুন জেনে নেই কি করে আপনার কাঙ্খিত নারীর মন জয় করবেন। ১. ভালবাসার প্রথম শর্ত হল প্রিয় মানুষটার কাছে সৎ থাকা। তার কাছে  কোনকিছুই গোপন করা যাবে না। ২. প্রিয়তমাকে তার দূর্বলতার কথা তুলে রাগানো যাবে না। ৩. আত্মবিশ্বাসী হতে হবে। মেয়েরা আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষদের পছন্দ করে। প্রিয় মানুষের মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে। ৪. নিজের অর্থসম্পদের চেয়ে তাকে বেশি ভালবাসতে হবে। প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালবাসা পেতে চায়। নারী চায় তার প্রিয়মানুষ তার প্রতি যত্মবান হোক। সবকিছুর উর্ধ্বে তাকে দেখুক। ৫. মেয়েরা  হাস্য...